নরসিংদীতে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি করতে মাঠে নেমেছে পুলিশ

সোমবার, ০১ জুন ২০২০ | ৭:১১ অপরাহ্ণ

নরসিংদীতে গণপরিবহনে যাত্রী সেবা তদারকি করতে মাঠে নেমেছে পুলিশ

বাংলা দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন চলাচলের সরকারি নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনা মেনে নরসিংদী জেলায়।সরকারি নির্দেশনা মোতাবেক পরিবহন মালিক সমিতির কার্যক্রম তদারকি করেন। নরসিংদী জেলার সফল পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম( বার) পিপিএম।

তাছাড়া বাসের যাত্রীদের সাথেও পুলিশ সুপার কথা বলেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্যে নির্দেশনা প্রদান করেন। এ সময় নরসিংদীর পুলিশ সুপার পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এবং শ্রমিক, ড্রাইভার ও হেলপারদের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরনের লক্ষ্যে নেতৃবৃন্দের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। এই মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে সব সময়।

Development by: webnewsdesign.com