করোনাভাইরাসের এই মহামারীর সংকটময় মূহুর্তে অসহায় ও নিম্নআয়ের মানুষেদের মধ্যে ত্রান বিতরন

অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাড়ালেন : এস.ডি শুভ্র

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | ৮:৫০ অপরাহ্ণ

অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাড়ালেন : এস.ডি শুভ্র
অসহায় ও নিম্নআয়ের মানুষেদের মধ্যে ত্রান বিতরন:এস.ডি শুভ্র

সারা বিশ্বে করোনাভাইরাসের এই মহামারীর সংকটময় মূহুর্তে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে সিলেট লালিদঘীরপাড় মার্কেট এর বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুণ সমাজসেবক জনাব এস.ডি শুভ্র তার নিজ গ্রামে ব্যক্তিগত উদ্যোগে করোনাভাইরাস দুর্যোগে এর কারনে মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় মানুষের কর্ম ও আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় নিজ এলাকায় বানিয়াচুং থানার কাদিরগন্জ( মার্কুলী বাজারে) ১১৫ পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার- চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, আলু, সাবানও মাস্ক বিতরন করেন।

ত্রান বন্টনে সেচ্চাসেবক হিসাবে তাকে সহায়তা করেন সোনাতন বর্মন, রুবেল দেব,বেনু দাস,রনি পাল, ননী গোপাল বর্মন,সুরন্জন বর্মন,প্রসূন কান্তি দাশ,ফরিদ মিয়া, রকি পাল,মোহন মিয়া,রজত দাস,নগেন্দ্র বর্মন প্রমুখ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক জনাব এস, ডি শুভ্র তিনি দৈনিক বাংলাদেশ মিডিয়া কে বলেন এই সংকটময় সময়ে সবার উচিৎ যার যার অবস্থান থেকে যার যতটুকু সামর্থ আছে তা দিয়েই এই সংকটময় সময়ে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।তিনি আরো বলেন সামাজের উচ্চ ও প্রভাবশালী ব্যাক্তিদের কে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

Development by: webnewsdesign.com