সৌদিতে মারা যাওয়া কামালের লাশ অর্থাভাবে দেশে আসছেনা

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ৬:০৭ অপরাহ্ণ

সৌদিতে মারা যাওয়া কামালের লাশ অর্থাভাবে দেশে আসছেনা

সৌদি আরবে মারা যাওয়া গোয়াইনঘাটের কামাল উদ্দিনের লাশ অর্থাভাবে দেশে আনা যাচ্ছে না বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ব্যাপারে তারা মানবতাবাদী ও প্রবাসীবান্ধব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহযোগিতা কামনা করেছেন।

সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় এই রেমিটেন্স যোদ্ধা কামাল উদ্দিন (৪৫) বাস করতেন।

শনিবার (২২ ফেব্রুয়ারী ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবে জিজান জেনারেল হাসপাতালে নেয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

কামাল উদ্দিনের বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানের গাওঁ গ্রামে। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, ১ কন্যা ২ ছেলে সন্তান রয়েছে।
কামাল উদ্দিনের মৃত্যুর খবর শোনার পর তার দেশের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর সন্তানরা কামালের লাশ দেশে নিয়ে আসার জন্য আহাজারি করছেন। তারা এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রনালয় এবং বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহায়তা কামনা করেছেন।
কামাল উদ্দিনের ভাই বেলাল মুন্সি জানান, প্রয়োজনীয় অর্থের অভাবে তার ভাইয়ের লাশ সৌদিআরব থেকে নিয়ে আসতে পারছেন না।

Development by: webnewsdesign.com