বড়লেখায় দু’টি গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

বড়লেখায় দু’টি গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর রাস্তা ও নিজবাহাদুরপুর ইউনিয়নের উত্তর চান্দগ্রাম রাস্তার ইটসলিং (এইচবিবি) করণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পৃথকভাবে দুটি কাজের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৯-২০ অর্থবছরের দুটি রাস্তা কাজে ব্যয় হবে ৫২ লাখ টাকা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ’ প্রকল্পের অধীনে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ৫০০মিটার কাচা রাস্তায় ২৬ লাখ টাকা ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের উত্তর চান্দগ্রাম শামীম উদ্দিনের বাড়ি হতে আজাদ হোসেনের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তায় এইচবিবিকরণে ২৬ লাখ টাকা ব্যয় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মইনুল হক, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।

Development by: webnewsdesign.com