পটিয়ায় পরিবেশক ব্যাবসায়ী সমিতির নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | ২:৩৫ অপরাহ্ণ

পটিয়ায় পরিবেশক ব্যাবসায়ী সমিতির নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

চট্টগ্রামের পটিয়া পরিবেশক ব্যাবসায়ী সমিতির সভাপতি প্রার্থী কাজী জিল্লুর রহমান ৪ জানুয়ারি দুপুরে সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টার পটিয়া পরিবেশক সমিতির নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় অভিযোগ তুলে বলেছেন, পরিববেশক ব্যাবসায়ী সমিতির নির্বাচন ২৮ শে ডিসেম্বর সম্পন্ন হলেও ঐ নির্বাচন সভাপতি প্রার্থী আমি ও হাজী শহিদুজ্জমান সমান সংখ্যক ভোট পাওয়ায় পরিবেশক সমিতির নির্বাচনের বিধিমোতাবেক বর্ণমালা নিয়ম অনুয়ায়ী ফলাফল ঘোষণার দাবি জানান। কাজী জিল্লুর রহমান বলেন,পরিবেশক সমিতির নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে আরোও বলেন এ নির্বাচনে তার প্রতিক (বাঘ) নির্বাচনী ব্যালট পেপার ঝাপসা এবং নির্বাচন পরবর্তী পরিবেশক ব্যাবসায়ী সমিতির নির্বাচন কমিশনার সহ- উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ক্রমে বর্ণমালা এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হলেও তা মেনে নিয়েছলাম, কিন্তু সে অনুয়ায়ী আমি বর্ণমালা নিয়ম মোতাবেক প্রথম ১ বছর দায়িত্ব পালনের কথা কিন্তু একটি অশুভ ষড়যন্ত্র কারণে তা হচ্ছে না বলে তিনি নির্বাচনে নানান অভিযোগ তুলে প্রযোজনে পুর্নরায় নির্বাচন দেওয়ার দাবি জানান। এছাড়াও কাজী জিল্লুর রহমান উপদেষ্টা পরিষদ বিধিমোতাবেক এখনও সিদ্ধান্ত দিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন।

মোঃ তাজুল ইসলাম ও রানা নির্বাচন তাদের ছবি ও প্রতিক ছোট করে ব্যালেট পেপার চাপানোর অভিযোগ করে বলেন অন্য প্রার্থীর চেয়ে তাদের ছবির সাইজ ছোট করে নির্বাচনী ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করেন। বক্তব্য রাখেন পরিবেশক ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী নজরুল ইসলাম,উপস্থিত ছিলেন আমির খসরু, মোঃ ওমর আরমান,মু ইমরান হোসাইন, মোঃ সরওয়ার কামাল, মোঃ রুবেল,মোঃ ওসমান হারুনী,মোঃ মামুন,মোঃ মুছা,মোঃ এমদাদ ফারুকী, মোঃ ইকবাল হোসেন, মোঃ দিদারুল ইসলাম, মোঃ ইউছুপ,মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

Development by: webnewsdesign.com