দোহাজারীতে স্বাবলম্বী হওয়ার হতে অনুদান প্রদান

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ১:২১ অপরাহ্ণ

দোহাজারীতে স্বাবলম্বী হওয়ার হতে অনুদান প্রদান

গতকাল ৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল তিন টায় চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভা প্রাঙ্গনে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’-এর উদ্যোগে বেকার, পুঁজিহীন, কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে ১৮তম দারিদ্র্য বিমোচন কর্মসুচির অংশ হিসাবে ২ জনকে সিএনজি চালিত ট্যাক্সি, ৪ জনকে রিকশা, ৫ জনকে সেলাই মেশিন ও ১ জনকে মাছ ধরার জাল প্রদান করা হয়।

এ সময় দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি (চট্টগ্রাম-১৪)।

দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল মোস্তফা স্বাগত বক্তব্যের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, জামিজুরী আজিজিয়া রজভীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহমদ হোসেন আল-কাদেরী, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ্ চৌধুরী বিভন, মাওলানা ফজলুল হক, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতি, ডাক্তার আবদুর রহমান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াছ মাস্টার ও আবদুর রহমান, মোহাম্মদ জামশেদ ও সাদেকুর রহমান প্রমুখ।

Development by: webnewsdesign.com