সূর্যগ্রহণের সময় যশোরে কুসুফ নামাজ আদায়

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ | ৪:১৯ অপরাহ্ণ

সূর্যগ্রহণের সময় যশোরে কুসুফ নামাজ আদায়

২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজে কুসুফ আদায়ের লক্ষ্যে ঘোষণা দেয়া হয় মাইকে। অনেক ধর্মপ্রাণ মুসল্লি সকাল ৯টার পর মসজিদে প্রবেশ করে দোয়া দরুদ পড়তে থাকেন। অভয়নগর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্লা জানান, সূর্যগ্রহণকে কুসুফ বলা হয়। আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুফ বলা হয়। নওয়াপাড়া শংকরপাশা সরকারি হাইস্কুল গেটসংলগ্ন জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় শুরু হয় দুই রাকাত নামাজে কুসুফ। পরে মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

এ ছাড়া উপজেলার পীরবাড়ি জামে মসজিদ, নওয়াপাড়া সরকারি হাসপাতাল রোডের বায়তুল আমান জামে মসজিদ, বুইকরা জামে মসজিদ, সরকারি কবরস্থান জামে মসজিদেও নামাজে কুসুফ আদায়ের খবর পাওয়া যায়।

Development by: webnewsdesign.com