চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ | ৯:৪৫ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামে সাপের কামড়ে কাজলী খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কাজলী খাতুন বেলগাছী গ্রামের আমির হোসেনের স্ত্রী।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ বলেন, বুধবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন কাজলী খাতুন। রাত ১২টার দিকে বিষধর সাপে তার ডান পায়ে কামড় দেয়।

 

ওই রাতেই পার্শ্ববর্তী খেজুরতলা গ্রামের আজিজ নামের এক কবিরাজের কাছে নেয়া হয় তাকে। সেখানে রাতভর ঝাড়ফুঁকের পর কাজলী খাতুন নেতিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

ডা. সোহানা আহমেদ আরো বলেন, কাজলী খাতুনকে কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে আনা হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

Development by: webnewsdesign.com