প্রথম ধাপে করোনা পরীক্ষায় নেগেটিভ ক্রিকেটাররা আজ থেকে অনুশীলন শুরু করেছেন।
বিসিবির নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর নেটে অনুশীলন করেন মুশফিকুর রহিম। ব্যাটিং শেষে বেশ খানিকটা সময় উইকেট কিপিং করেছেন মুশি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সেন্টার উইকেটের পাশে মোস্তাফিজ-শফিউলদের বোলিংয়ে ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিসিবি ট্রেইনারের তত্ত্বাবধানে রানিং করেছেন মুমিনুল হক।
এতদিন খুলনায় অনুশীলন করলেও, প্রথমবারের মতো হোম অব ক্রিকেটে অনুশীলনে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া, ইনডোরে ব্যাটিং করেছেন নুরুল হাসান সোহান।
প্রথম ধাপের করোনা পরীক্ষায় দুজনের পজিটিভ ফলাফল আসায় বেশ সতর্কাবস্থানে বোর্ড।
Development by: webnewsdesign.com