ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৫ হাজারের বেশি

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | ১২:৩১ অপরাহ্ণ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৫ হাজারের বেশি

ভারতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় সংকমণের সংখ্যা। হবে বেশ কয়েক দিন ধরে ৮৫ থেকে ৯০ হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল দৈনিক সংক্রমণ। একদিনে দেশটিতে ৭৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, ভারতে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ ধরা পড়েছে ৭৫ হাজার ৮০৯ জনের শরীরে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৮০ হাজার ৪২৩ জন।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, বৈশ্বিক আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে ভারত। গতকাল সোমবার ব্রাজিলকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটি। এই তালিকায় ভারতের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, আক্রান্ত ৬৪ লাখ ৮৫ হাজার।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৭৫জন।

Development by: webnewsdesign.com