বাস্তবেই ঘটল ‘বিনা মেঘে বজ্রপাত’ (ভিডিওসহ)

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | ৬:০৯ অপরাহ্ণ

বাস্তবেই ঘটল ‘বিনা মেঘে বজ্রপাত’ (ভিডিওসহ)

বাংলা বাগধারায় ‘বিনা মেঘে বজ্রপাত’ শব্দটি খুবই পরিচিত। এর অর্থ অপ্রত্যাশিত বিপদ। তবে, প্রকৃতিতে বজ্রপাত হয় আকাশজুড়ে ঝড়-বৃষ্টি-মেঘ থাকলে। কিন্তু এবার সেটাকে মিথ্যা পরিণত করে ঝকঝকে শরতের আকাশ ফুঁড়ে নেমে আলো বজ্রপাত। ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায় টাম্পা শহরে।

সম্প্রতি জোনাথন মুর নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি।

জানা গিয়েছে, ঘটনাটি গত ১২ আগস্টের। সে দিন তিনি নিজের গাড়ি করে টাম্পা শহরে ঘুরছিলেন। সে সময় আচমকা মেঘ ছাড়াই আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন। আর সেটা তার গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে। তার গাড়ি থেকে মাত্র ৭৫ ফুট দূরে থাকা একটি তাল গাছের মাথায় হঠাৎ বজ্রপাত হয়। পরে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, শরতের নীল পরিষ্কার নীল আকোশে সাদা কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে। রীতিমতো রৌদ্রোজ্জ্বল। কিন্তু এমনই আকাশ থেকে হঠাৎই সামনের একটি তাল গাছে বিদ্যুতের ঝলক নেমে আসে। আর তাতে তাল গাছের পাতা পুড়ে গিয়ে ঝুলে পড়ে।

Development by: webnewsdesign.com