বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | ১২:১১ পূর্বাহ্ণ

বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার(১০ আগষ্ট) সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের দুপার্শ্বে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাছ কর্তন করে সড়ক প্রস্থতকরণ কাজ করার, বাসিয়া নদীর তীরে ও কালীগঞ্জ বাজারে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী, জনগণের উন্নয়নের স্বার্থে দ্রুত উপজেলার দশঘর-দেওকলস ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন, উপজেলা সদরের কারিকোনা (দূর্গাপুর) গ্রামস্থ সনাতন ধর্মালম্বীদের শশ্মান ঘাট উদ্ধার ও মন্দির স্থাপনের দাবী জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান বলেন, বাংলাদেশকে ধ্বংশ করার লক্ষ্যে ৭৫’র ১৫ আগষ্ট কিছু কুচক্রী মহল স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ছিল। তারা ব্যক্তি মুজিবকে হত্যাকে হত্যা করলেও পারেনি তাঁর নীতি-আদর্শকে হত্যা করতে।

তাই আজকের দিনে এসে আমরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন দেখি। তবে সন্ত্রাস-দূর্নীতিকে নিয়ন্ত্রনে না আনলে বাঙালী জাতির উন্নয়ন সম্ভব হবে না। আর যারা সন্ত্রাস-দূর্নীতিকে প্রশয় দেয় তারা কখনই বঙ্গবন্ধুর সৈনিক হতে পারেনা। তারা দেশ ও জাতির শত্রু।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, আশিক আলী, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি রনজিত ধর রন, কমান্ডার উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, আনসার-বিডিবি কর্মকর্তা আমির হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চুনু মিয়া মেম্বার, সংগঠক আবদুস শহিদ, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, ব্রাস্টের উপজেলা কো-অডিনের্টর গীতা রাণী মোদক, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।

Development by: webnewsdesign.com