ভারতে এক অটোচালককে ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম বৃদ্ধকে মারধর

সোমবার, ১০ আগস্ট ২০২০ | ৬:২৪ অপরাহ্ণ

ভারতে এক অটোচালককে ‘জয় শ্রীরাম’ না বলায় মুসলিম বৃদ্ধকে মারধর
গফফার আহমেদ।

ভারতের রাজস্থান রাজ্যের শিকার জেলায় “জয় শ্রীরাম” না বলায় এক মুসলিম বৃদ্ধকে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়া ওই ব্যক্তির দাড়ি ছিঁড়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা, ভুক্তভোগী ওই বৃদ্ধের নাম গফফার আহমেদ। পেশায় তিনি একজন রিকশাচালক। পেশায় তিনি একজন অটোরিকশাচালক। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তরা হলেন-শম্ভু দয়াল জাট ও রাজেন্দ্র জাট। ঘটনার ছয় ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গফফর নামের ওই অটোচালককে “নরেন্দ্র মোদি জিন্দাবাদ” এবং “জয় শ্রী রাম” বলানোর চেষ্টা হয়। এতে রাজি না হওয়ায় চলে তার ওপর মারধর এবং দাড়ি উপড়ে নেওয়ার মতো ঘটনা। এমনকি ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ ও হাতঘড়ি।

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে এক যাত্রীকে নামিয়ে ফেরার পথে একটা দুজন তার রাস্তা আটকায়। এরপর “জয় শ্রী রাম” ও “নরেন্দ্র মোদি জিন্দাবাদ” জোর করে বলানোর চেষ্টা করে দুজন। এরপর এ ঘটনা ঘটে।

Development by: webnewsdesign.com