গাইবান্ধার আলহাজ্ব মোজ্জাম্মেল হকের দাফন: বিভিন্ন মহলে গভীর শোক

সোমবার, ১০ আগস্ট ২০২০ | ১১:২৪ অপরাহ্ণ

গাইবান্ধার আলহাজ্ব মোজ্জাম্মেল হকের দাফন: বিভিন্ন মহলে গভীর শোক

গাইবান্ধা মেসার্স মোজাম্মেল হক এন্ড কোং সত্বাধিকারী আলহাজ্ব মোজ্জাম্মেল হক গত ৮ আগস্ট সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গোরস্থানপাড়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাসত্যাগ করেছেন। এরপর জেলা শহর সহ দেশের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পৃথক পৃথক বিবৃতিতে জাতীয় সংসদের ডিপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড.ফজলে রাব্বী এমপি,হুইপ মাহবুব আরা গিনি এমপি,জেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ । ৯ আগস্ট সকাল নয় টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে মরহুমের নামাজে যানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

 

মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক গাইবান্ধা পৌর এলাকার গোরস্থানপাড়ার মৃত আসির উদ্দিন মোল্লার ছেলে । তিনি গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের আমির ও টঙ্গী বিশ্ব ইজ্তেমা পরিচালনা কমিটির আমির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের শোকাহত পরিবার সকলের নিকট মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।

Development by: webnewsdesign.com