রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২ হাজার ৭৭৫ জন: মৃত্যু ১৭২, সুস্থ্য ৬ হাজার ৮৬৪ জন

শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | ১০:৫১ অপরাহ্ণ

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ১২ হাজার ৭৭৫ জন: মৃত্যু ১৭২, সুস্থ্য ৬ হাজার ৮৬৪ জন

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাগঞ্জে এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় বগুড়ায় দুইজন ও রাজশাহীতে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২২৭ জন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৭২ জন এবং সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৮৬৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা: গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৮৯ জন, নাটোরের ১৪ জন, জয়পুরহাট ২ জন, বগুড়ায় ৭৪ জন, সিরাজগঞ্জে ৮ জন।

 

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৮১১ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ৩৯৭ জনসহ রাজশাহী জেলায় ৩ হাজার ১৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৪৮ জন, নওগাঁয় ৯৩৬ জন, নাটোরে ৪৯১ জন, জয়পুরহাটে ৭১০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৩৯২ জন ও পাবনায় ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৭২ জন। এর মধ্যে রাজশাহীতে ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৩ জন, বগুড়ায় ১০৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬ হাজার ৮৬৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ২৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১৫ জন, নওগাঁয় ৭৩০ জন, নাটোরে ২২৬ জন, জয়পুরহাট ২০৭ জন, বগুড়ায় ৩ হাজার ৩৩০ জন, সিরাজগঞ্জ ৪৬৭ জন ও পাবনায় ৪০৫জন।

Development by: webnewsdesign.com