বড়লেখায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী গ্রেফতার

শনিবার, ১১ জুলাই ২০২০ | ৭:৪৫ অপরাহ্ণ

বড়লেখায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী গ্রেফতার

বড়েলখা উপেজলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে, অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৮ জুয়াড়ীকে গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউপির কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ড এলাকায় এ অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশ জুয়ার বোর্ডের ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, ২টি জুয়া খেলার বোর্ড, কয়েকটি মোবাইল ফোনসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেছে।শনিবার দুপুরে পুলিশ গ্রেফতার জুয়াড়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের মৃত ইরমান আলীর ছেলে মো.শাহাজাহান (৫২),মৃত ইলিয়াস আলীর ছেলে আলীম উদ্দিন(৩২), মনাফ আলীর ছেলে- আইসেন (৩৩) , ও একই ইউনিয়নের কবিরা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে কামাল হোসেন(৩০), মুহিবুর রহমানের ছেলে বাবুল আহমদ(৩২), সইম আলীর ছেলে ওয়াছিম আলী(২৫) ইটাউরি গ্রামের সোহাগ আহমদের ছেলে শামীম আহমদ(২৮) এবং বিয়ানীবাজার উপজেলার জলঢুপ পাড়িবহর এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে সালাহ উদ্দিন(৩৩)।

পুলিশ জানায়, উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকার বন্ধন ব্রিক ফিল্ডের শ্রমিকদের বসবাসের একটি ঘরে জুয়া খেলা হয়, গোপন সূত্রে এমন খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় সেখানে ৮ জন লোক জুয়া খেলছিল। পুলিশ সেখান থেকে জুয়ার বোর্ডের ৪ হাজার ৮শ’ ৯০ টাকা, ২টি জুয়া খেলার বোর্ড, কয়েকটি মোবাইল ফোনসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধারসহ ৮ জুয়াড়ীকে আটক করে ।

 

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন জুয়ার আসর থেকে টাকা ও খেলার সরঞ্জামসহ ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে জানান, তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Development by: webnewsdesign.com