রামেক হাসপাতালে করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

শুক্রবার, ১০ জুলাই ২০২০ | ৪:২৫ অপরাহ্ণ

রামেক হাসপাতালে করোনা আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্যু হয়।

মৃত ব্যক্তির নাম মাইনুল ইসলাম (৬৫)। তিনি রাজশাহী মহানগরীর রাণীবাজার মোড় এলাকার জাইদুর রহমানের ছেলে। তিনি একজন ঠিকাদার ব্যবসায়ী ছিলেন।

 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা: সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মাইনুলের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা প্রয়োজনীয় নিতে বলা হয়েছে।

মাইনুল ইসলামের ভাই আতিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে তাকে গত শনিবার (৪ জুলাই) রামেক হাসপাতালের ২৯ নম্বর (করোনা ওয়ার্ড) ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরপর তিনি হাসপাতালেই ছিলেন।

 

তিনি বলেন, গত রোববার তার শ্বাসকষ্ট দেখা দেয়। এতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। শুক্রবার সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়। রাতে একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। এর মধ্যে নগরীতে বেড়ে দাঁড়াল সাতজনে। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩২১ জন।

Development by: webnewsdesign.com