পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | ২:১২ অপরাহ্ণ

পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয়

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ক্লাস-পরীক্ষা নেই বহুদিন ধরে। সংক্রমণও কমছে না, এমতাবস্থায় কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটিরও সুনির্দিষ্ট তথ্য নেই।

মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেওয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। এ বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এখনও এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

করোনা পরিস্থিতির মুখে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সার্বিক বাস্তবতায় কী করণীয় অনেক কিছু বিবেচনা সাপেক্ষেই শিক্ষা মন্ত্রণালয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি টেলিভশন ও অনলাইনে ক্লাস চালু হলেও শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে প্রয়োজনে সিলেবাস সংক্ষেপ বা শিক্ষাবর্ষ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এসব ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

Development by: webnewsdesign.com