দৌলতদিয়া ২৮ কেজি ওজনের পাঙ্গাশ, দাম ৩৮০০০ টাকা!

সোমবার, ০৬ জুলাই ২০২০ | ৩:৩১ অপরাহ্ণ

দৌলতদিয়া ২৮ কেজি ওজনের পাঙ্গাশ, দাম ৩৮০০০ টাকা!

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে গুরুপদ হালদার নামের এক জেলের জালে ২৮কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। যার মূল্য ৩৭৮০০টাকা। রবিবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর ৬নম্বর ফেরি ঘাট এলাকায় মাছটি ধরা পড়েছে।

জেলে গুরুপদ হালদার জানান, রাতে কয়েকজন সংঙ্গী নিয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় এসে জাল ফেলে বসে থাকি, তিনঘণ্টা অপেক্ষার পর জালে একটু জোরে ধাক্কা মারলে বুঝতে পারি  বড় কোন মাছ হয়তো জালে পড়েছে, একঘণ্টা সময় নিয়ে মাছটি নৌকায় তুলে নেই।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সোমবার সকালে দৌলতদিয়া বাজারের নাটো মোল্লার আড়ৎ থেকে মাছটি ১৩শ’ ৫০টাকা কেজি দরে কিনেছি। মোবাইলের ভিডিও কলের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন লোকের কাছে মাছটি দেখানো হচ্ছে। দাম নির্ধারণ হলেই মাছটি বিক্রি করা হবে।

চান্দু মোল্লা আরও বলেন, করোনার এই সময়ে পদ্মা নদীতে এবার যেভাবে বড় বড় মাছ জেলের জালে ধরা পড়েছে সেটা ইতিপূর্বে দেখা যায়নি।

Development by: webnewsdesign.com