কাজিপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সোমবার, ০৬ জুলাই ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ

কাজিপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সিরাজগঞ্জের কাজিপুরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন নানা সময় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় কাজিপুরের হাট ইজারাদারদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। সোমবার দুপুরে ইউএনওর নিজ কার্যালয়ে এ সংক্রান্ত আলোচনায় অংশ নেন উপজেলায় অবস্থিত হাটের ইজারাদারগণ।

 

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ইজারাদারদের করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় সম্পর্কে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের নির্দেশনা পড়ে শোনান। তিনি বলেন, সম্প্রতি হাট-বাজারে স্বাস্থ্যবিধি প্রতিপালন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে জনগণের অনীহাকে দূর করতে ইজারাদারদের বিভিন্ন প্রচারণা চালানোর নির্দেশ দেন।

 

 

বিশেষ করে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন, পশুর হাটে দৈনন্দিন বর্জ্য পরিস্কার, জীবানুনাশক স্প্রে ব্যবহার, ক্রেতা-বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণের নির্দেশনা মাইকের সাহায্যে প্রচার ও কঠোর নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়। হাট চলাকালীন সময়ে উপজেলা প্রশাসনের মনিটরিং টীম সার্বক্ষনিক নজরদারি করবেন বলে জানান।

Development by: webnewsdesign.com