আনসার পিসি রাজিবের হাতে দুর্নীতিমুক্ত হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর।

সোমবার, ২৯ জুন ২০২০ | ২:০০ অপরাহ্ণ

আনসার পিসি রাজিবের হাতে দুর্নীতিমুক্ত হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দ দুর্নীতিমুক্ত হচ্ছে আনসার কমান্ডার রাজিবের হাতে, পিসি রাজিব সিলেট বিমানবন্দরে যোগদান করেন ২৭মে ২০ইং, এর আগে এই ওসমানী বিমানবন্দরে নানা ধরনের অনিয়ম হয়ে এসে ছিলো, যেমন যাত্রীদের হয়রানি থেকে শুরু করে অনেক ধরনের অনিয়ম হয়ে এসেছিলো, এই অভিযোগ জানেনা এমন কেউ নেই, সেই সময়ে সারা সিলেট যাচাই-বাছাই করে এমন একজন পিসি পেয়েছেন আনসার জেলা কমান্ডেন্ট জনাব এনামুল খাঁন।

 

তিনি হলেন বর্তমান কর্মরত পিসি মোঃ রাজিব মিয়া। পিসি রাজিবের কাছ থেকে যে সব বিষয় জানতে পারলাম, তিনি বলেন আমি চাকরিরত অবস্থায় যে সব জায়গায় চাকরি করেছি আমি কোন জায়গায় দুর্নীতি হতে দেই নাই। তিনি আরও বলেন আমি যতদিন এই জায়গায় আছি ততদিন কোন ধরনের দুর্নীতি অনিয়ম হতে দেবনা এবং কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেবো না, এতে যদি আমার চাকরির উপর আঘাত আছে সেটাও আমি মেনে নেবো, পিসি রাজিবের বিষয় আরো খুঁজে নিয়ে জানা যায় তিনি যে সব জায়গায় জান সেই জায়গায় দুর্নীতিমুক্ত হয়। পিসি রাজিব অপ্ল দিনে এই রকম একটি জায়গাকে দূর্নীতিমুক্ত করে পেরেছেন বলে জানায়, আর এই বিষয়ে সন্ধেহ রাখার কোন সুযোগ নেই।

Development by: webnewsdesign.com