৫৪ কোটি টাকার বাজেট পেল বশেমুরবিপ্রবি। 

রবিবার, ২৮ জুন ২০২০ | ৫:১১ অপরাহ্ণ

৫৪ কোটি টাকার বাজেট পেল বশেমুরবিপ্রবি। 
২০২০-২১ অর্থ বছরে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোট ৫৪ কোটি ২ লাখ টাকার  বাজেট বরাদ্দ হয়েছে ।  যা ২০১৯-২০ অর্থ বছরের তুলনায় প্রায় ১৫ লাখ টাকা বেশি। এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিলো মোট   ৫৩ কোটি ৮৭ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবির হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ সুজাউদ্দিন।
তিনি জানান, “চলতি অর্থ বছরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  (ইউজিসি) অনুদানের পরিমাণ মোট ৩২ কোটি ২ লাখ টাকা । ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ছিলো ২২ কোটি টাকা।। সবমিলিয়ে বাজেট মোট ৫৪ কোটি ২ লাখ টাকায় দাঁড়িয়েছে ।” এর আগে গত বুধবার , দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২০-২০২১ অর্থবছরে ৮,৪৮৫.১২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি।

Development by: webnewsdesign.com