সারাদেশে ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ

রবিবার, ২৮ জুন ২০২০ | ৯:৪৯ অপরাহ্ণ

সারাদেশে ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭২৭ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করানোভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। রোববার (২৮ জুন) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৪০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৭৩ জন, চট্টগ্রামে ২৮১, রংপুরে ৫৬, খুলনায় ৩৯, বরিশালে ২৩, রাজশাহীতে ৩৪, সিলেটে ১০৩ এবং ময়মনসিংহ বিভাগে ১০০ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৭৩৮ জনের। একই সময় দেশে আরও তিন হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Development by: webnewsdesign.com