আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ……

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ৯:১৯ অপরাহ্ণ

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ……

আওয়ামী লীগ : আমি যদি শতভাগ সত্য বলি- তবে সত্য এটাই যে, আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি (যদিও তাকে চোখে দেখিনি তাঁর বাঁশি শুনেছি)। আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ তিনি রাজনীতিবিদ নিয়ে রাজনীতি করেছেন, ব্যবসায়ীদের হাতে রাজনীতি তুলে দেননি।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ তাঁর বুকের পাটা ছিল বলবার- পাকিস্তান সব নিয়ে গেছে কিছু চোর থুয়ে গেছে।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি, কারণ তিনি বলেছিলেন- প্রথমে আত্মসমালোচনা করো, তারপর আত্মসংযম করো এবং তারপর আত্মশুদ্ধি করো।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ তিনি এই সত্যটি বলেছিলেন যে- তোমরা ওই কৃষক-শ্রমিককে দূর দূর করবা না। মনে রাখবা ঐ কৃষকের টাকায় তোমার বেতন হয়।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ- ‘এক দোকানদার স্ত্রীকে মদ খেয়ে অত্যাচার করে এই অভিযোগ শুনে তিনি দেশে মদ ও জুয়া নিষিদ্ধ করেছিলেন।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ- সকল তৃণমূলের নেতাকর্মীর জন্য তার দুয়ার ছিল অবারিত, কোন appointment লাগতো না।

আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি কারণ তিনি বার বার বলতেন- ‘আমার কাছে প্রথম বাংলাদেশের মানুষ, তারপর আমার পরিবার।’

তাই জীবনে কোনদিন তোমাকে না দেখলেও (আমি তখন অনেক ছোট) সেই ১৯৯০/৯১ থেকে সকল আন্দোলনে পথে থেকেছি।

আমার নেতা শুধু তুমিই বঙ্গবন্ধু।

লেখক : সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Development by: webnewsdesign.com