রংপুরের মেধাবী ছাত্র মেহেদী’র শিক্ষা খরচের দায়িত্ব নিলো আলো ফাউন্ডেশন

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

রংপুরের মেধাবী ছাত্র মেহেদী’র শিক্ষা খরচের দায়িত্ব নিলো আলো ফাউন্ডেশন
রংপুর সিটি কর্পোরেশন ১৫ নং ওয়ার্ডের হরিরামপুর এলাকার স্থানীয় বাসিন্দা মো:বাবলু মিয়া নামে এক কৃষকের ছেলে মো:মেহেদী হাসান,সে আক্কেলপুর উচ্চ বিদ্যালয়,রংপুর।থেকে চলতি বছরে এসএসসি পরিক্ষায় জিপি-৫ পাওয়ার গৌরব অর্জন করেন।
তার এ অর্জন কৃষক পরিবারে আনন্দের আভাষ এনে দিয়েছে,এক দিকে যখন পরিক্ষায় ভালো ফল পেয়ে মেহেদী হাসান আনন্দের সীমা হাড়িয়েছে,আর অন্য দিকে কৃষক বাবা বাবলু মিয়া চিন্তায় অন্যরকম মনোযোগী হয়ে আছে। কী করে ছেলের ভর্তির টাকা সংগ্রহ করবে,টাকার অভাবে হয়তো এখানেই ছেলের শিক্ষা জীবনের ইতি টানতে হচ্ছে,সংসারের আয়ের প্রধান উৎস কৃষি কাজের ফাঁকে একটি বেসরকারি স্কুলের নিম্ন পদে কাজ করার মাধ্যমে সংসার চালাতেন তিনি।কিন্তু বর্তমানে কৃষিকাজ নেই বললেই চলে,আর করোনা ভাইরাসের কারণে স্কুলও প্রায় ৫ মাস ধরে বন্ধ থাকায় বাবুল মিয়ার পরিবার এখন অসহায়,
তাই এই দুরবস্থায় পরিবারটির পাশে দাঁড়ালেন আলো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম (গোলাপ),তিনি মেহেদি হাসান এর সকল শিক্ষা খরচের দায়িত্ব নেন,এবং এ সময় তিনি সপ্নের বাংলাদেশ পত্রিকায় জানায় আমি এই অঞ্চলের সকল দারিদ্র্য মেধাবী জিপি-৫ পাওয়া শিক্ষার্থীদের সহয়তা করার উদ্যোগ নিয়েছি,আমার এই সহযোগীতার প্রধান উদ্দেশ্য এ অঞ্চলে যেনো মেহেদী’র মতো শিক্ষার্থীরা ঝড়ে না পরে,এরাও যেনো একদিন দেশের শিক্ষিত সম্পদ হওয়ার সপ্ন বাস্তবায়ন করতে পারে।

Development by: webnewsdesign.com