কাজিপুরে ফসল নষ্টের প্রতিবাদ করায় গুরতর জখম করে প্রতিপক্ষ

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ৯:১১ অপরাহ্ণ

কাজিপুরে ফসল নষ্টের প্রতিবাদ করায় গুরতর জখম করে প্রতিপক্ষ

উঠতি কৃষি ফসল পাট ও সুজিতে গরু বেঁধে নষ্টের প্রতিবাদ করায় পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষ। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের চরনাটিপাড়া গৰামে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার ১৯জুন সকাল আনুমানিক ১০টায় চাঁন মিয়া মন্ডলের ছেলে আলমগীর হোসেন ৩৪ দেখতে পায় খুঁটিতে বাঁধা ও ছাড়া অবস্থায় একাধিক গরু পাট ও সুজি চাষকৃত পারিবারিক জমিতে উঠতি ফসল নষ্ট করছে। আবাদি ফসল রায় প্রতিবাদ ও গরু তারাতে গেলে গরু মালিক প্রতিবেশী শাহ জামালের হুকুমে ছেলে মোমিন খাইটা (রোয়া/বাটাম জাতীয় কাঠের টুকরা) দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় সজোরে আঘাত করতে থাকলে এক পর্যায়ে আলমগীর ঘটনাস্থলের মাটিতে লুটিয়ে পড়ে।

অজ্ঞান ও গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: কামরুল হাসান জানান, আহত আলমগীরের মাথায় ৭টি সেলাই করা হয়েছে এবং এক্সরে ও সিটিস্ক্যান করানোর পরামর্শ দেয়া হয়েছে।এবিষয়ে কাজিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Development by: webnewsdesign.com