স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ১০:৪০ অপরাহ্ণ

স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা আদায়
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারী আইন ভঙ্গ করে দোকানপাঠ খোলা রাখা, স্বাস্থ্যবিধি-সামাজিক দুরত্ব না মেনে চলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার পাগলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  মিজান ফার্মেসী, জয় মেডিকেল হল ও দিগন্ত অটো রাইস মিলে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এএসআই সমীরণ চন্দ্র দেব, উপজেলা নিবার্হী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক সহ প্রমুখ।
এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী।

Development by: webnewsdesign.com