কুড়িগ্রামে ব্রি হাইব্রিড ধান-৫ এর ফলাফল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | ৮:৪০ অপরাহ্ণ

কুড়িগ্রামে ব্রি হাইব্রিড ধান-৫ এর ফলাফল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান-৫ এর ফলাফল প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌর এলাকার কামারপাড়া গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম সদর।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন, বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক মো: মজহারুল ইসলাম, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা, বীজ প্রত্যয়ন অফিসার আফরোজা পারভীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানাজ সুলতানা, স্থানীয় কৃষক আব্দুর রহমান প্রমুখ।

ঐ এলাকার কৃষক আব্দুর রহমান তার এক বিঘা জমিতে নতুন উদ্ভাবিত এ ব্রি ধান-৫ আবাদ করে ফলন পেয়েছেন সাড়ে ২৯ মন ধান। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষকের মাঝে ব্রি হাইব্রিড ধান-৫ এর এ সাফল্য তুলে ধরেন কৃষি কর্মকর্তা ও ধান চাষী কৃষক।

Development by: webnewsdesign.com