নরসিংদীর পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

শুক্রবার, ১২ জুন ২০২০ | ১০:৩০ অপরাহ্ণ

নরসিংদীর পলাশে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
নরসিংদীর পলাশে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে  লাখেরাজ গ্রামের রবিন্দ্র দে এর ছেলে। এ ঘটনায় শুক্রবার বিকালে নিহতের ছেলে কমলক্ষ দে বাদি হয়ে পলাশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের লাখেরাজ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা যাওয়ার খবর পাওয়া মাত্র থানার এসআই সাইদুর রহমানকে পাঠানো হয়। সেখানে গিয়ে স্থানীয়দের সাথে ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্টে নিহত বিপদ চন্দ্র দে বাড়ির পাশে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায়।
পরে ওই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বের করার সময় বিদ্যুৎ  লাইনের তারে বাঁশটি লেগে গেলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপদ চন্দ্র দে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

Development by: webnewsdesign.com