ময়মনসিংহে ডিবির হাতে আটক ১২, ইয়াবা ও হেরোইন উদ্ধার

সোমবার, ০৮ জুন ২০২০ | ৯:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহে ডিবির হাতে আটক ১২, ইয়াবা ও হেরোইন উদ্ধার

ময়মনসিংহে জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও জিরোটলারেন্স নিয়ে কাজ করছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়ারি সহ ১২ অপরাধী কে গ্রেফতার করে তাদের নিকট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান,জেলা পুলিশ সুপারের উদ্যোগে আইন-শৃঙ্খলা বাহিনীর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি, সন্ত্রাসী, চাঁদাবাজী ও অপরাধী মুক্ত নগরী গড়তে অভিযান পরিচালনা করতে কঠোর নির্দেশ দেন। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও অপরাধী যত বড় ক্ষমতাশীল হোক তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

তারিধারাবাহিকতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোহাম্মদ শহিদুল সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

Development by: webnewsdesign.com