‘এদেশে ডাক্তারের মাস্ক কেনার টাকা নেই ! উন্নয়ন বাটপার জবাব কি?

সোমবার, ২৩ মার্চ ২০২০ | ৪:২১ অপরাহ্ণ

‘এদেশে ডাক্তারের মাস্ক কেনার টাকা নেই ! উন্নয়ন বাটপার জবাব কি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

করোনা ভাইরাস বিশ্বকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এর থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ও জীবাণুমুক্ত করতে চিকিৎসকদের প্রয়োজন মাস্ক, স্যানিটাইজার। কিন্তু সম্প্রতি এই ভাইরাস থেকে রক্ষা পেতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক নোটিশে বলা হয়েছে- কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের হাসপাতালের সম্পদের স্বল্পতার কারণে মাস্ক সরবরাহ করতে পারছেন না। এ কারণে সকলকে নিজ নিজ উদ্যোগে মাস্ক কেনার নির্দেশ দেওয়া হয়েছে। এমতবস্থায় এ নোটিশকে সামনে এনে যারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে বক্তব্য দিচ্ছেন তাদের কাছে জবাব চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।আজ রবিবার (২২ মার্চ) তিনি তার ফেসবুক ওই ঘটনাকে তুলে ধরে একটি স্ট্যাটাস দিয়েছেন। যা পাঠকের জন্য হুবহুব তুলে ধরলাম
আসিফ নজরুল লিখেছেন-
লক্ষ কোটি টাকা পাচার হয়, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতার বাসায় উদ্ধার হয় কোটি টাকার বান্ডিল, যুব মহিলা লীগের জেলা পর্যায়ের নেতা এক মাসে হোটেল বিল দেয় তিন কোটি টাকা।মন্ত্রীরা বলেন আমার কানাডা, সিঙ্গাপুর হয়ে গেছি। উন্নয়নে রোল মডেল হয়েছি। আর শেষে আমার দেখি ডাক্তারের মাস্ক কেনার টাকা নে এদেশে! উন্নয়ন বাটপার, উন্নয়নের ব্যাপারী আর ফেরীওয়ালাদের জবাব কি?

Development by: webnewsdesign.com