মাননীয় প্রধানমন্ত্রী- এই দুইটা মাস সময় পেয়ে তারা কী করলেন?

শনিবার, ২১ মার্চ ২০২০ | ৩:৪৬ অপরাহ্ণ

মাননীয় প্রধানমন্ত্রী- এই দুইটা মাস সময় পেয়ে তারা কী করলেন?
মোস্তফা সরয়ার ফারুকী

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার দুর্যোগ ব্যবস্থাপনা দলকে ডেকে জিজ্ঞেস করুন, এই দুইটা মাস সময় পেয়ে তারা কী করলেন? কেনো এখন শুনতে হচ্ছে, ডাক্তার-নার্সদের প্রটেকটিভ গিয়ার রেডি নাই, কেনো জ্বর-বুকে ব্যথার রোগীদের ভর্তি বন্ধ করে দিচ্ছে অনেক হাসপাতাল।

কেনো জানতে হচ্ছে ডায়রিয়া নিয়ে হাসাপাতালে গিয়ে রোগী চিকিৎসার অভাবে মারা গেছে কারণ ডাক্তার-নার্সরা করোনা ভেবে চিকিৎসা দেয়নি। কেনো ডাক্তার-নার্সদের রেডি করা হলো না, কেনো টেস্টিং কিট আনার ব্যবস্থা হলো না? কোন ভরসায় তারা আপনাকে রিপোর্ট করেছে সব নিয়ন্ত্রণে আছে?

দয়া করে আপনি যুদ্ধকালীন গুরুত্ব (ওয়ারটাইম সিরিয়াসনেস) নিয়ে কঠিন পদক্ষেপ নিন। এইসব নির্বাচন-টির্বাচন বন্ধ করেন। পরিস্থিতি স্বাভাবিক আছে এটা যদি আপনার প্রশাসনের আচরণে মনে হয়, তাহলে লোকজনতো সব কিছু স্বাভাবিক ধরে নিয়ে ফুর্তি করে বেড়াবে রাস্তা-ঘাটে।
(ফেসবুক থেকে সংগৃহীত)

 

 

Development by: webnewsdesign.com