বঙ্গবন্ধু তুমি প্রাণের কাব্য

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | ৭:১৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু তুমি প্রাণের কাব্য

বঙ্গবন্ধু তুমি প্রাণের কাব্য

 

কবি তোমার জন্যে
সাড়ে সাতকুটি বাঙালি অপেক্ষায় ছিলো,
সবুজ মানচিত্র ছুঁয়ে
ফসলী মাঠে
নাঙ্গল ফলা কাটা মাটির কোষে
ওম কাঁদা জলের ভাজে
হালের বলদের শক্ত ঘাড়ে
কৃষকের ঘামে।

কবি তোমার জন্যে
সাড়ে সাতকুটি বাঙালি অপেক্ষায় ছিলো,
কারখানার চড়কা কেটে
যন্ত্রযানের সিটে
ঘোড়ার গাড়ির কষ্টপাট চামরে
কুলি-মুজুরের নির্ঘুম সাহসে
পোড়ামাটির চোখে।

কবি তোমার জন্যে
সাড়ে সাতকুটি বাঙালি অপেক্ষায় ছিলো,
রাজপথের বাকল চুষে
মশালের বারুদে
পরাভয় সংগ্রামের বাধা ভেঙ্গে
কবি তোমার জন্যে
সাড়ে সাতকুটি বাঙালি অপেক্ষায় ছিলো,
স্বাধীনতা ছুঁয়ে দেখবে বলে
তোমার অবিনাশী কাব্যে।

Development by: webnewsdesign.com