১৫ দিন পর সচল বশেমুরবিপ্রবি, ইউজিসি কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৮:৩৭ অপরাহ্ণ

১৫ দিন পর সচল বশেমুরবিপ্রবি, ইউজিসি কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি

আগামী ৫ মার্চের ভিতর ইতিহাস বিভাগের অনুমোদন প্রদান না করা হলে ৬ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয় ঘেরাও হুশিয়ারি দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা ৷

সংবাদ সম্মেলনে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক জানান, “আপনারা জানেন যে, গত ৬ ফেব্রুয়ারি থেকে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে ইতিহাস বিভাগের ৪১৩ জন শিক্ষার্থী আন্দোলন শুরু করে। ইতিহাস বিভাগের যৌক্তিক দাবির পক্ষে বশেমুরবিপ্রবি পরিবারের ৩৩ টি বিভাগের সকল শিক্ষার্থী এবং শিক্ষক মহোদয়ের সংহতি প্রকাশের মাধ্যমে আমাদের পাশে থাকার জন্য আমরা ইতিহাস বিভাগ আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।

বশেমুরবিপ্রবি পরিবারের সকল সদস্য নিজেদের স্বার্থ ত্যাগ করে আমাদের অধিকার আদায়ের পক্ষে যে নিরঙ্কুশ সমর্থন করেছেন তার প্রতি শ্রদ্ধা রেখে সকল শিক্ষকমন্ডলীর সমর্থন ও আশ্বাসের প্রতি বিশ্বাস স্থাপন করে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং ইউজিসি কর্তৃক গঠিত কমিটির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বোপরি বশেমুরবিপ্রবি পরিবারের সকল শিক্ষার্থীর সার্বিক কল্যাণ বিবেচনায় রেখে আমরা আমাদের যৌক্তিক আন্দোলনের কর্মসূচির পরিবর্তন করছি এবং প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রবেশ দ্বার খুলে আমরা আমাদের আন্দোলনের অবস্থান কর্মসূচি ( প্রশাসনিক ভবনের নিচেই) অব্যাহত রাখছি।”

এসময় ইউজিসিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, “কিন্তু ইউজিসি কর্তৃক গঠিত কমিটির কার্যক্রম নির্দিষ্ট সময় উল্লেখ না করায় আগামী ০৫-০৩-২০২০ বিকাল ৫ ঘটিকার মধ্যে ইতিহাস বিভাগের পূর্ণাঙ্গ না হলে আমরা আগামী ০৬-০৩-২০২০ তারিখে ইউজিসি কার্যালয় ঘেরাও করে অবস্থান এবং আমরণ অনশনসহ আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।”

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন ২০১৭ সালে ইউজিসির অনুমোদন ছাড়াই ইতিহাস বিভাগের শিক্ষাকার্যক্রম শুরু করেন। প্রায় তিন বছর পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারী ইউজিসির পক্ষ থেকে বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশনা প্রদান করা হয়। ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারী রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com