সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় ডিবি(উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে এসআই নিতাই লাল রায় সংগীয় অফিসার ফোর্সসহ শুক্রবার ভোর ৭টার দিকে জৈন্তাপুর থানাধীণ চিকনাগুল ঘাটেরচটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ সময় সিলেটগামী ঢাকা মেট্রো-ট-১৪-৭৭৮৩ রেজিস্ট্রেশনের ট্রাক তল্লাশিকালে বিপুল পরিমান ভারতীয় টিস্যু কাপড়সহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম মোল্লারচক এলাকার ইসমাইল হোসেনের পুত্র রাহি (২০) ও জৈন্তাপুর থানাধীন বাঘেরখাল গ্রামের মৃত আহমদ আলীর পুত্র নাজিম উদ্দিন (৩০)।
অভিযান পরিচালনাকালে আটককৃতরা ভারতীয় কাপড়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি। ঘটনা সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই(নিঃ) নিতাই লাল রায় এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য যাতে দেশের বাজারে আসতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি ডিবি পুলিশের অভিযান জোরদারকরণের অংগীকার ব্যক্ত করেন।
Development by: webnewsdesign.com