রিলিজ হলো ‘সাহসী হিরো আলম’

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

রিলিজ হলো ‘সাহসী হিরো আলম’

রিলিজ হয়েছে হিরো আলম প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম‘ র ট্রেইলার। এটি তার নিজস্ব হিরো আলম ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলমের প্রযোজিত এই সিনেমা ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে । আগামী ২৭ মার্চ বড় পর্দাতেও মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

সিনেমার গল্প প্রসঙ্গে হিরো আলম জানান, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না । তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’ । আমার বিপরীতে ৩ জন নায়িকা অভিনয় করেছেন । তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।

 

এ নিয়ে উচ্ছ্বসিত হিরো আলম বলেন, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি । পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা । ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি । আর আজ আমি এটির ট্রেইলার প্রকাশ করেছি। আশা করছি দর্শক এটি দেখে বুুঝতে পারবে সাহসী হিরো আসলে কি রকম।

হিরো আলম আরও বলেন, আমার বিশ্বাস – অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে । কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। সিনেমাটিতে সব শ্রম দিয়ে প্রমানের চেষ্টা করেছি একজন হিরো আলমের সাহসীকতার গল্প।

Development by: webnewsdesign.com