পাঁচবিবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৫৭ অপরাহ্ণ

পাঁচবিবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃষাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের পাঁচমাথা এলাকা থেকে একটি প্রভাতফেরী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিনে করে পৌর পার্কে এসে শেষ হয়।

পরে পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ার, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবসহ অনেকে ।

Development by: webnewsdesign.com