সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইখতেয়ার উদ্দিন চৌধুরী প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে ২১ ফেব্রুয়ারি সকালে একে একে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ হেকিম,সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান,পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।এছাড়া ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরী শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সর্বস্তেেরর মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Development by: webnewsdesign.com