কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মত প্রভাতফেরি আয়োজিত 

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৬:৪৫ অপরাহ্ণ

কুবিতে বাংলা বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মত প্রভাতফেরি আয়োজিত 
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো প্রভাতফেরি আয়োজিত হয়েছে।
আজ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বাংলা বিভাগ ও বিভাগের সহযোগী সংগঠন বাংলা ভাষা-সাহিত্য পরিষদের উদ্যোগে এই প্রভাতফেরি আয়োজিত হয়।
ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরির শুরুতে সকলে কালো বেজ পরিধান করে। প্রভাতফেরিটি কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে প্রাচীন নিদর্শন শালবন বিহার সংলগ্ন সড়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী; প্রভাষক নূর মোহাম্মদ রাজু, মোঃ নাজমুল হোসেন, সিনথিয়া মুমুসহ বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীবৃন্দ।
দ্বিতীয়বারের মত আয়োজিত অমর একুশের প্রভাতফেরি প্রসঙ্গে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, “আমরা বাংলাদেশে থাকি, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের দেশ। এই সমস্ত কিছু মিলিয়ে আমরা যারা বাংলা বিভাগের শিক্ষার্থী, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছি, আমরা একুশের চেতনা ধারণ করতে চাই, আমরা এ চেতনায় শাণিত হতে চাই, নিজেদের প্রাণিত করতে চাই।”

Development by: webnewsdesign.com