রাজশাহীতে সেই স্কুলছাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ | ১:৩০ অপরাহ্ণ

রাজশাহীতে সেই স্কুলছাত্রীর মৃত্যু

বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণের শিকার সেই স্কুলছাত্রী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।

স্থানীয় মারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর অভিযুক্ত ধর্ষণকারীর নাম জামিরুল ইসলাম জয়। সে পুঠিয়ার বানেশ্বরের বালিয়াঘাট এলাকার আসলাম উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে বানেশ্বরের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে তাকে। ধর্ষণের পর মেয়েটি জয়কে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু জয় তাতে রাজি না হয়ে ফিরিয়ে দেয় মেয়েটিকে। বাড়ি ফেরার সময় রাগে-ক্ষোভে জুথি বানেশ্বর থেকেই এক বোতল কীটনাশক কিনে বাড়িতে চলে যায়। ওইদিন বিকেলেই বিষ পান করে মেয়েটি। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা যায় মেয়েটি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে এলাকায়। ধর্ষণকারী জয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Development by: webnewsdesign.com