অবশেষে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল নিভে গেছে। এটা বলা যত সহজ, কিন্তু সেখানকার পরিস্থিতি ততটা সহজ নয়। ১১ মিলিয়ন হেক্টর জায়গায় কয়লার স্তূপ ও ছাই জমে গেছে। এছাড়া একশ কোটিরও বেশি প্রাণী মারা গেছে।
তবে এরই মধ্যে আবারো বহু গাছে নতুনভাবে পাতা ও ডালপালা বের হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুনভাবে পাখ-পাখালিতে মুখর হয়ে উঠবে জঙ্গল। কিন্তু দাবানলে যে ক্ষতি হয়ে গেছে, তা কাটিয়ে উঠতে নিঃসন্দেহে অনেকটা সময় লাগবে।কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে উদ্বেগে ছিলেন সারাবিশ্বের মানুষ। দাবানলে গাছপালা পুড়ে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। পানির সঙ্কটের শঙ্কায় ১০ লাখ উট গুলি করে হত্যার পরিকল্পনা এবং পরে কার্যক্রম শুরুর ঘটনা বহু মানুষকে কাঁদিয়েছে।তবে অতিবৃষ্টির জেরে নিভে গেছে দাবানল। বৃষ্টির কারণে আকস্মিক বন্যাও দেখা দিয়েছে। এরই মধ্যে দাবানলে পুড়ে যাওয়া গাছে পাতা গজানো দেখে হাসি ফুটেছে বিশ্বের মানুষের।
Development by: webnewsdesign.com