ভোলার বোরহানউদ্দিনে অনুমোদন বিহীন শিক্ষাপ্রতিষ্টানের ছড়াছড়ি

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | ১১:০৫ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিনে অনুমোদন বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়াছাড়ির অভিযোগে উঠে এসেছে। নামে বে-নামে ছড়িয়ে পড়ছে অনুমোদন বিহীন পাঠদান ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি চলছে শিক্ষা বাণিজ্য এবং প্রতারিত হচ্ছে সাধারন মানুষ।
অন্যদিকে এসব প্রতিষ্ঠানে শিক্ষাকে পণ্য করে বছরে ইচ্ছামত হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সরকারি নিয়ম নীতিমালা ছাড়াই ইচ্ছামত গ্রহন করছে মাসিক ফি, পরীক্ষা ফি, আবাসিক ফি। সরকারি নীতিমালায় দুটি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় তিন থেকে চারটি পরীক্ষা।
প্রাথমিক শিক্ষানীতিমালায় বাহিরে থেকে শিশু শ্রেনীর শিক্ষার্থীদের দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ানো অভিযোগ রয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানে প্রাইভেট পাড়ানো নামে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ দক্ষ্য শিক্ষক দ্বারা পাঠদান করতে দেখা যায়।
বেশকয়েক জন শিক্ষার্থী ও অভিভাবক এ বিষয়ে শিক্ষা বিভাগের উদাসিনতাকে দায়ী করছেন। উপজেলা  শিক্ষা কর্মকর্তা জানান, এ বিষয়ে শিগগিরই সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে।

Development by: webnewsdesign.com