দক্ষিণ সুনামগঞ্জে পাউবো’র জরুরি সভা অনুষ্ঠিত

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ১২:২৯ অপরাহ্ণ

দক্ষিণ সুনামগঞ্জে পাউবো’র জরুরি সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে, উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির সদস্য সচিব এসও ফারুক আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিমবীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির সদস্য উপজেলা সহ প্রকৌশলী সেলিম মিয়া, উপজেলা পিআইও অফিসের এস.এ.ই মোঃ সাইদুর রহমান, উপজেলা হাওর রক্ষা বাধ (পাউবো) কমিটির সদস্য দিলীপ তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন, মৎস্যজীবি আজম আলী ও হাওর রক্ষা বাধের নিকটে বিল ব্যবহারকারী ইজারাদারগণ সহ প্রমূখ।

Development by: webnewsdesign.com