ইবির ধর্মতত্ত্ব অনুষদের দায়িত্বে ডিন ড. সোলায়মান

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ৪:২৭ অপরাহ্ণ

ইবির ধর্মতত্ত্ব অনুষদের দায়িত্বে ডিন ড. সোলায়মান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. সোলায়মান। বুধবার দুপুর ১ টায় অনুষদ ভবনে অনুষদীয় ডিনের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানু, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিনরা। এসময় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম এ এয়াকুব আলী, দাওয়া এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগেরর সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নতুন দায়িত্ব প্রাপ্ত ডিনকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা হয়। আগামী ২ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

Development by: webnewsdesign.com