ভিনগ্রহের প্রাণীরা আমাদের চারপাশেই আছে!

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০ | ৫:৫৯ অপরাহ্ণ

ভিনগ্রহের প্রাণীরা আমাদের চারপাশেই আছে!

পৃথিবী ছাড়াও এই মহাবিশ্বে আরো বুদ্ধিমান প্রাণী রয়েছে। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের মহাকাশ যান দেখেছেন বলেও অনেকে দাবি করেন। তবে এবার ব্রিটেনের প্রথম মহাকাশচারী হেলেন শরমন দাবি করলেন, সবকিছু ছাড়িয়ে পৃথিবীতেই আমাদের মাঝে হয়তো রয়েছে এলিয়েনরা।

১৯৯১ সালে সোভিয়েত মির স্পেস স্টেশনে গিয়েছিলেন হেলেন। তিনি সাংবাদিকদের বলেন, মহাবিশ্বে কোটি কোটি গ্রহ-তারা রয়েছে। সেখানে কোথাও অন্য কোনো রূপে প্রাণ থাকতে পারে। হতে পারে সেই প্রাণীরা আমার আপনার মতো কার্বন, নাইট্রোজেন দিয়েই তৈরি, আবার অন্য কোনো রকমও হতে পারে।

হেলেন আরো বলেন, এমনও হতে পারে যে, আমাদের মধ্যেই ভিনগ্রহের প্রাণীরা রয়েছে। অথচ আমরা তাদের দেখতে পাই না। ১৯৯১ সালে রসায়নবিদ হেলেন মাত্র ২৭ বছর বয়সে মহাকাশে যান। কম বয়সে মহাকাশে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি অন্যতম।

Development by: webnewsdesign.com