অস্থির তেলের বাজার

রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | ৫:২০ অপরাহ্ণ

অস্থির তেলের বাজার

বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি। এ ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। আজ আন্তর্জাতিক বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।

শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৬৯ ডলার ১৬ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বেশি। ডব্লিউটিআইয়ের দামও বেড়েছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ। দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম উঠেছে ৬৩ ডলার ৮৪ সেন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হ্ত্যাকাণ্ডের ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘ দিনের বিরোধ আরো জোরালো হয়ে উঠতে পারে। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষত হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা আরও বাড়তে পারে।

এর প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে।

Development by: webnewsdesign.com