যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তা-কর্মচরীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে গতকাল সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা ৭০ লাখের মতো। আমাদের আশপাশে অথবা অনেক পরিবারে মাদকসেবী রয়েছে। এক্ষেত্রে যে পরিবারে মাদকসেবী নেই, তাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, যে কোন সময় সঙ্গদোষে আপনার সন্তানও মাদকসেবী হয়ে যেতে পারে। তাই মাদকের ভয়াবহতা থেকে রক্ষা ও মাদক নির্মূল করার জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল লাইছের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, অধ্যাপক মশিউল আজম, নাদুর হোসেন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বাহাউদ্দিন।

Development by: webnewsdesign.com