লালমনিরহাটে মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে সভা

শনিবার, ০৪ জানুয়ারি ২০২০ | ১২:১৪ অপরাহ্ণ

লালমনিরহাটে মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে সভা

গত বৃহস্পতিবার লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদক বিরোধী প্রচারনা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে এতে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন আমরা মাদক কে না বলি।মাদক আমাদের সমাজকে ধ্বংস করে। আমরা সবাই মিলে চেষ্টা করলে লালমনিরহাট মাদক মুক্ত করতে পারব ইনশা আল্লাহ্‌।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী , মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক গোলাম রব্বানী। আলোচনা সভায় বক্তারা লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। আলোচনা সভা ও সমাবেশে আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ, আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Development by: webnewsdesign.com