নীলফামারীর সৈয়দপুরে বই উৎসব অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ | ১২:৩৩ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে বই উৎসব অনুষ্ঠিত

গতকাল বুধবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে। “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” শ্লোগানকে সামনে রেখে উপজেলার সকল স্কুলে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন বই বিতরণের মাধ্যমে ওই বই উৎসবের আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকাল ১০ টায় সৈয়দপুর শহরের রামকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তুক তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেণ সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম, সৈয়দপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুশারাত জাহান।
রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) ও পরিবহন ব্যবসায়ী মো. নজরুল ইসলাম রয়েলের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সটাক্টর মো. ফারুক হোসেন, বিদ্যালয়ের এসএমসির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আরিফ রাশেদ।
এদিকে, সৈয়দপুর উপজেলার রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়েজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন এবং বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছা. হাফিজা খাতুন। এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর পৌর কাউন্সিলর মো. শাহীন আক্তার শাহীন, শেখ ইসমত জাহান স্কুলের অধ্যক্ষ মীর সানোয়ার আলী,অভিভাবক মো. সামসুজ্জমান, মোছা. ইতি সরকার ও শিক্ষার্থী সামিয়া আনছারী বক্তব্য দে । বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আশরাফি চৌধুরী গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান মন্ডল। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সেকেন্দার আলীর সভাপতিত¦ে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুখসানা প্রধান।
একইভাবে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর এলাকার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের সকল বিদ্যালয়ে বই উৎসরের আয়োজন করা হয়।

Development by: webnewsdesign.com