২৫ বছর বয়সি তরুণের সঙ্গে প্রেম করছেন ৬১ বছরের ম্যাডোনা!

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ

২৫ বছর বয়সি তরুণের সঙ্গে প্রেম করছেন ৬১ বছরের ম্যাডোনা!

৬১ বছর বয়সের মার্কিন পপ তারকা ম্যাডোনার ২৫ বছর বয়সী প্রেমিকের নাম আহমালিক ইউলিয়ামস। ডেইলি মেইলে খবর জানিয়েছে, এরই মধ্যে ইউলিয়ামসের বাবা ও মাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে তাদের ছেলের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন ম্যাডোনা।
বয়সে ৩৬ বছরের বড় হলেও, মার্কিন পপ তারকা ম্যাডোনার সঙ্গে ছেলের সম্পর্কে উইলিয়ামস বেশ খুশি বলেই জানিয়েছেন ইউলিয়ামের বাবা-মা।

উল্লেখ্য, ২০২০ সালে লন্ডন ও ফ্রান্সে ম্যাডোনার যে শো হবে, সেখানেও তার বয় ফ্রেন্ডের বাবা, মাকে আমন্ত্রণ জানিয়েছে ম্যাডোনা।

Development by: webnewsdesign.com